পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সাধারণ সম্পাদক ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে অফিস কক্ষে কর্তব্যরত অবস্থায় তালাবদ্ধ রাখার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয় সাদা দল। পবিপ্রবি সাদা দলের সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৪ আগস্ট দুপুর ২টা ৪০ মিনিটে ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে অফিস কক্ষে কর্তব্যরত অবস্থায় বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখে। মুঠো ফোনে খবর পেয়ে উক্ত বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকের উপস্থিতিতে কর্মচারীগণ তালা ভেঙ্গে ওই শিক্ষককে মুক্ত করেন ।’
এ বিষয়ে অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘এই ন্যাক্কারজনক ঘটনায় আমি হতবাক, শিক্ষক তার নিজ অফিস কক্ষে নিরাপদ নয়! উক্ত ঘটনায় আমি তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ জানাচ্ছি। ছাত্র-শিক্ষক সম্পর্কে কালিমা লেপনকারী এই কলঙ্কিত অপরাধীদের অতিসত্ত্বর চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
ইতোমধ্যে এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ পেশ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন ভুক্তভোগী এই শিক্ষক।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) এবং প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু মুঠোফোনে জানান, ‘শিক্ষক সমিতি এবং ভুক্তভোগী শিক্ষক এ বিষয়ে আমাকে অবগত করেছে। শিক্ষকের সাথে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available