কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণে মুহূর্তেই আগুন গোডাউন থেকে বাইরে ছড়িয়ে পড়লে ঘুম থেকে জেগে কোনরকমে চার বছরের মেয়ে রোজাকে কোলে নিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যান ফার্নিচার মিস্ত্রি সোহাগ মিয়া(২৮)। তখনও ঘরের ভেতর রয়ে গেছে তার স্ত্রী মিনা ও দুই বছরের ছোট মেয়ে তাইয়েবা।
অগ্নিদগ্ধ বড় মেয়েকে নিরাপদ আশ্রয় রেখে স্ত্রী ও ছোট মেয়েকে বাঁচাতে পুনরায় দাউ দাউ করে জ্বলতে থাকা ঘরের ভেতর ঢুকে পড়েন সোহাগ। কিন্তু ঘরের ভেতর গিয়ে দেখেন, ততক্ষণে স্ত্রী ও সন্তান অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এরপর সে নিজেকে বাঁচাতে ঘর থেকে বের হতে পারলেও মারাত্মক অগ্নিগদ্ধ হন। স্থানীয়রা সোহাগ ও তার বড় মেয়ে রোজাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় সোহাগের মৃত্যু হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৫ আগস্ট মঙ্গলবার ভোররাতে কেরানীগঞ্জে মডেল থানার গদাবাগ এলাকায় কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় সোহাগের স্ত্রী মিনা(২২) ও তার শিশুসন্তান তাইয়েবা(২) এবং পার্শ্ববর্তী ঘরে থাকার সোহাগের বড় ভাই সৌদি প্রবাসী মিলন মিয়ার স্ত্রী জেসমিন আক্তার(৩০) ও তার কন্যা সন্তান ইশা(১৬) ঘটনাস্থলেই মারা যায়।
সোহাগের মৃত্যুর পর কেরানীগঞ্জের কেমিক্যাল ফ্যাক্টরির আগুনের ঘটনায় মোট পাঁচজন নিহত হলেন। এ ঘটনায় মৃত সোহাগের বড় মেয়ে রোজা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন আছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available