বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। এ সময় উপস্থিথ ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান এবং প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন।
এরপর উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, বিভিন্ন দপ্তর, সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ১০টায় মৌন মিছিল শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম মন্ডল, ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ২২ জন প্রশিক্ষিত যুবউদ্যোক্তার মাঝে ১১ লক্ষ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available