• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪১:০৯ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪১:০৯ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খুলনা মেডিকেলে শিক্ষার্থী ও ওষুধ ব্যবসায়ীদের পাল্টাপাল্টি ধর্মঘট চলছে

১৬ আগস্ট ২০২৩ দুপুর ০১:০৩:৫০

খুলনা মেডিকেলে শিক্ষার্থী ও ওষুধ ব্যবসায়ীদের পাল্টাপাল্টি ধর্মঘট চলছে

বাবুল আকতার, খুলনা ব্যুরো: খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ওষুধ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি ধর্মঘট অব্যাহত রয়েছে । ১৬ আগস্ট বুধবার সকালে ইন্টারনি ডাক্তাররা হাসপাতালে না গিয়ে কলেজ ক্যাম্পাসে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছে।

সকাল ১০টায় শিক্ষার্থীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে খুলনা মেডিকেল কলেজের পরিচালক ও সহকারী পরিচালকের কক্ষের সামনে বিক্ষেভ করে। এ কর্মসূচী চলাকালে শিক্ষার্থীরা ইন্টারনি চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। অন্যদিকে ঔষধ ব্যবসায়ীদের উপর হামলা ও দোকান ভাংচুরের প্রতিবাদে মেডিকেল কলেজের সামনের সকল ফার্মেসি বন্ধ করে ধর্মঘট অব্যাহত রেখেছেন ওষুধ বিক্রেতারা।

এর আগে ১৪ আগস্ট সোমবার রাতে ইন্টারনি চিকিৎসকদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এক প্রেস বিজ্ঞপির মাধ্যমে এই ধর্মঘটের ডাক দেন। অন্যদিকে মঙ্গলবার ভোর থেকে হাসপাতালের সামনে ও আশপাশ এলাকার সকল ফার্মেসি বন্ধ রেখে ধর্মঘট পালন করছে ঔষধ ব্যবসায়ীরা।  

শিক্ষার্থী ও ঔষধ ব্যবসায়ীদের পাল্টা পাল্টি ধর্মঘটে চরম বিপাকে পড়েছেন হাসাপাতালের রোগী ও তাদের স্বজনরা। রোগীর স্বজনরা জানান, এ ধর্মঘট থাকায় একদিকে যেমন রোগীদের চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। অন্যদিকে বাইরের ফার্মেসী বন্ধ থাকায় তারা কোনো ধরনের ঔষধই কিনতে পারছেন না । ফলে রোগীদের বিনা চিকিৎসা ও ঔষধ না খেয়ে থাকতে হচ্ছে। তারা এই ভোগান্তী থেকে মুক্তির দাবি জানিয়েছেন।

ইন্টারনি চিকিৎসকদের ধর্মঘটের ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান জানান, এই ধর্মঘটের কারণে চিকিৎসাসেবা কিছুটা ব্যহত হচ্ছে । হাসপাতালে ভর্তি রোগীদের চাপ সামলাতে অনেকটাই হিমসিম খেতে হচ্ছে আমাদের।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যার দিকে খুলনা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী সহপাঠীসহ হাসপাতালে সামনে ওষুধ কিনতে যান। ওষুধ কিনে ওই ব্যবসায়ীকে কমিশন (১০ শতাংশ) বাদ দিতে বলেন। এঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও ঔষধ ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫ জন আহত হয়। এ সময় বেশ কিছু ফার্মেসি ভাংচুর করা হয় । বুধবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত ইন্টারনি ডাক্তার ও ব্যবসায়ীদের ধর্মঘট চলছে । 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩