স্টাফ রিপোর্টার, গাইবান্ধা: গাইবান্ধায় একটি দেশীয় তৈরি একনলা সুটার গান ও এক রাউন্ড গুলিসহ মাসুদ রানা (৪৩) নামে এক ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
১৫ আগস্ট মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জনৈক মারুফ মিয়ার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার কামাল হোসেন।
তিনি বলেন, আসামি মাসুদ রানা একটি কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে তাকে একটি দেশিয় একনলা বন্দুকসহ ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়। আটকের সময় তার কাছে থেকে একটি দেশিয় একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি, একটি হিরো ইগনিটর ১২৫ সিসির মোটরসাইকেল ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় একটি অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া ডাকাত দলের মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
আসামি মাসুদ রানা সদর উপজেলার উত্তর গিদারী গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, আসামি মাসুদ রানাসহ তাদের একটি সক্রিয় ডাকাত দল রয়েছে। তাদের কাছে সংবাদ ছিল ফুলছড়ি উপজেলার বালাসিঘাটে বিকাশের মাধ্যমে একটি বড় অংকের টাকা আসবে। সেই টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন তারা। আসামি মাসুদ রানার মূল লিডার একজন কুখ্যাত ডাকাত এবং তার নামে অন্তত ১৫টি মামলা রয়েছে। আমরা তাকে দ্রুতই গ্রেফতারের চেষ্টা করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available