• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৪:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৪:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

৫ কেজি আইস ও ৫ লাখ পিস ইয়াবা ফেলে পালাল মাদক কারবারিরা

১৬ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০২:৪৩

৫ কেজি আইস ও ৫ লাখ পিস ইয়াবা ফেলে পালাল মাদক কারবারিরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) টেকনাফ-২ ব্যাটালিয়ন সদস্যরা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ৫ কেজি ২৬৮ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে। তবে এ সময় চোরা কারবারিদের কাউকে আটক করতে পারেনি বিজিবির অভিযানিক দল।

১৬ আগস্ট বুধবার দুপুরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল মো. জিল্লাল হোসেন।

তিনি জানান, গত মঙ্গলবার রাতে নাফ নদীতে কৌশল গত অবস্থানে থাকা একটি উপদল একটি নৌকাকে চ্যালেঞ্জ  করলে নৌকায় অবস্থানরত চোরাকারবারীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে নাফ নদীতে নাফিয়ে শূন্য লাইন অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল চোরা কারবারিদের ফেলে যাওয়া ওই নৌকাটি তল্লাশি করে ছয়টি প্লাস্টিকের ব্যাগ দ্বারা মোড়ানো প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেটের ভিতর থেকে ৫ কেজি ২৬৮ গ্রাম আইস ও ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেন।

তিনি আরও বলেন, মাদক কারবারিদের আটকের নিমিত্তে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডার সেক্টর সদর দপ্তর রামু, কর্ণেল মো. মেহেদী হোসাইন কবির ও টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কমান্ডার মো. মহিউদ্দীন আহমেদ।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫