নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও হিরোইনসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা সিটিইউ।
গ্রেফতাররা হলো, খালিদ হাসান রবিন, মো. আকাশ, ইমরান রহমান মিঠুন, মো. আক্তার হোসেন ওরফে কিলার আক্তার ও মো. কাউসার।
বিষয়টি নিশ্চিত করে ১৬ আগস্ট বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা রাসেল জানান, বুধবার গভীর রাতে নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের টিম অভিযান চালায় পাগলা পশ্চিমপাড়া এলাকায়। এ সময় ২৫০ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা ও ৪০০ পুরিয়া হিরোইনসহ খালিদ হাসান রবিন, মো. আকাশ, ইমরান রহমান মিঠুন, মো. আক্তার হোসেন ওরফে কিলার আক্তার ও মো. কাউসারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরান রহমান মিঠুনের বসতবাড়ীতে মাদকসহ আসামিরা অবস্থান করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা জানায়, কুমিল্লা জেলার ভারতের বর্ডার এলাকা থেকে কাভার্ডভ্যানযোগে মাদকদ্রব্য নিয়ে এসে ঢাকা জেলাসহ নারায়ণগঞ্জ জেলার সকল থানায় মাদকদ্রব্য পাইকারী বিক্রয় করে থাকে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available