নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ইউপি চেয়ারম্যানদের সাথে ইউনিয়ন পরিষদের রাস্তার আইডি সংক্রান্ত বিশেষ সমন্বয় সভায় অন্যায় আবদার না রাখায় সভাস্থল ত্যাগ করেছেন ইউপি চেয়ারম্যানগণ।
গত ১৪ আগস্ট সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ২০২১-২২ অর্থবছরে জারিয়া ইউনিয়ন পরিষদের একটি অডিট নিষ্পত্তির আবদার, খলিশাউড় ইউপি চেয়ারম্যানের পছন্দের গ্রাম পুলিশকে অবৈধভাবে পদোন্নতি দেওয়া ও মোবাইল কোর্টের মাধ্যমে পূর্বধলা সদর ইউপি চেয়ারম্যানের আপন ভাগিনার জব্দ করা ড্রেজার মেশিনটি ফেরত দেয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সুপারিশ করেন। এ সকল আবদার না রাখার কারণে ইউএনও ইউপি চেয়ারম্যানগণ সভার উপস্থিতির খাতায় স্বাক্ষর না দিয়েই সভাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে খলিশাউড় ইউপি চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকারের সাথে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে মোবাইলে আলাপ করা যাবে না। পূর্বধলায় এসে সাক্ষাতে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
জারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু বলেন, ইউএনও স্যারকে ফোন করলে ফোন রিসিভ করেন না। আমার একটি বিলের আপত্তি পড়ে আছে এটা সমাধানও করেন না। সবকিছু মিলে ইউএনও সাহেবের সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে আমি বেরিয়ে আসি, এরপর অন্যরাও আমার সাথে বেরিয়ে আসে। এতে করে কার্যক্রমের কোন সমস্যা হবে না।
পূর্বধলা সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বলেন, নান্টুর সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে নান্টুকে বের হয়ে যেতে বলেন ইউএনও সাহেব। পরে নান্টু বের হয়ে গেলে আমরাও বের হয়ে আসি। আমাদের সাথে উল্লেখযোগ্য এমন কিছু হয়নি। উনি একটি রেজুলেশন করতে চেয়েছিলেন, রেজুলেশনে নান্টু সই দেয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, রাস্তার আইডি সংক্রান্ত বিশেষ সমন্বয় সভায় চেয়ারম্যানগণ উপস্থিত হয়েছিলেন। এ সময় দুই-একজন চেয়ারম্যানের অন্যায় আবদার না রাখায় তারা অশোভন আচরণ করেন এবং ক্ষিপ্ত হন। তবে সকল ইউপি চেয়ারম্যান সভাস্থল ত্যাগ করেন নি। যাদের বিভিন্ন সময়ের অন্যায় আবদার রাখা হয়নি, তারাই ইচ্ছাকৃতভাবে সভা থেকে চলে যান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available