• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র ও ইয়াবাসহ আটক ৭

১৭ আগস্ট ২০২৩ সকাল ১১:১৩:৫৬

কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র ও ইয়াবাসহ আটক ৭

কক্সবাজার সদর প্রতিনিধি: কক্সবাজার উখিয়া থানাধীন তেলখোলা বটতলী গহীন পাহাড়ী এলাকা থেকে দুর্ধর্ষ অস্ত্রধারী রাসেল বাহিনীর প্রধান শেখ রাসেল ও তার ছয় সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ১. শেখ রাসেল প্রকাশ ডাকাত রাসেল (৩২) উখিয়া উপজেলার থাইংখালীর মৃত শেখ হাবিবুর রহমানের পুত্র। ২. মো. ছলিম (৩৮) টেকনাফের রঙ্গীখালীর দুদু মিয়ার ছেলে। ৩. নুরুল আমিন (৪২) টেকনাফের রঙ্গীখালীর কবির আহাম্মদের পুত্র। ৪. কায়সার উদ্দিন (২০) রঙ্গীখালীর নুরুল আমিনের ছেলে। ৫. মো. সাদেক হোসেন (৩০) রঙ্গীখালীর লামারপাড়ার মৃত দিল মোহাম্মদের ছেলে। ৬. সাহাব উদ্দিন (২৫) টেকনাফ কাঞ্জরপাড়ার নুরুল ইসলামের ছেলে। ৭. নুরুল হাকিম (৪০) উখিয়ার থাইংখালী ঘোনারপাড়ার আব্দুর শরিফের ছেলে।

র‌্যাব সংবাদ ব্রিফিংয়ে জানায়, ১৫ আগস্ট রাতে র‌্যাবের একটি চৌকস দল উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা বটতলী গহীন পাহাড়ী এলাকায় দুর্ধর্ষ অস্ত্রধারী একটি ডাকাত দলকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। র‌্যাবের আভিযানিক দলকে দেখে পাহাড়ি এলাকার আস্তানা থেকে পলায়নকালে ধাওয়া করে দুর্ধর্ষ ডাকাত রাসেল বাহিনীর প্রধান শেখ রাসেল ডাকাত ও তার ছয় সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় একনলা বন্দুক, ২টি এলজি, ১২ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৭ রাউন্ড রাইফেলের তাজা কার্তুজ ও ১ রাউন্ড খালি কার্তুজ, ১টি রামদা, ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সম্প্রতি কক্সবাজার শহরসহ জেলার অন্যান্য উপজেলায় প্রায় প্রতিনিয়তই ডাকাতি, অপহরণ, মাদক পাচার, ছিনতাই ও ধর্ষণের মতো অপরাধ সমূহ সংঘঠিত হচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।  র‌্যাব-১৫ দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধের সাথে জড়িত চক্রগুলোকে গ্রেফতারসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও অভিযান পরিচালনা করে আসছে।

আটক ডাকাত শেখ রাসেল একজন তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী। তার সঙ্গে স্থানীয় কিছু জনপ্রতিনিধির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের ছত্রছায়ায় থেকে নানা রকম অপরাধ করে থাকে। ডাকাতি, অপহরণ, মাদক, মারামারি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ১৫টির অধিক মামলা রয়েছে এবং সে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫