• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৫১:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৫১:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে শ্লীলতাহানির অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক গ্রেফতার

১৭ আগস্ট ২০২৩ দুপুর ০১:০৩:২৬

সৈয়দপুরে শ্লীলতাহানির অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে অভ্যর্থনাকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে সোহেলা রানা (৩৫) নামে এক ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপককে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ আগস্ট বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, উপজেলার বঙ্গবন্ধু সড়কে সান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে তিনি গত ১২ আগস্ট থেকে অভ্যর্থনাকর্মী হিসেব যোগদান করেনে। পরের দিন থেকে ওই ডায়াগসস্টিক সেন্টারের ব্যবস্থাপক সোহেল রানা তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে তাকে নিজের কক্ষে ডেকে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। পরে তিনি সেখান থেকে বের হয়ে তার স্বামীকে বিষয়টি জানান। তারা ওই রাতেই থানায় সোহেল রানার নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বুধবার গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শ্লীলতাহানির অভিযোগে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় অভিযোগ করেন। তার অভিযোগের সত্যতা পাওয়ায় সোহলে রানাকে নারী ও শিশু নির্যাতন আইনে গ্রেফতার করে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩