রাঙামাটি প্রতিনিধি: বিগত ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোটের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে পার্বত্য রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশে মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সজল চাকমা চম্পার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের সাবেক এমপি ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল মাওলা, যুগ্ম-সম্পাদক মমতাজ উদ্দিন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, জেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মনসুর আহম্মেদসহ বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিগত ২০০৫ সালের এই দিনে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঢাকাসহ দেশের ৪৩৪টি স্থানে ৫০০ বোমা হামলা করা হয়। এই সিরিজ বোমা হামলায় দু’জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়। ৬৪ জেলার মধ্যে মুন্সীগঞ্জ জেলা বাদে অবশিষ্ট ৬৩টি জেলায় এই হামলা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available