বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরে পৃথক দুটি মাদক মামলায় জাকির হোসেন এবং সাহাবুল হক নামের দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
১৬ আগস্ট বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন।
সাজাপ্রাপ্তরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের রানীনগর এলাকার লোকমান আলীর ছেলে জাকির হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নিজামপুর (গুয়াবাড়ি স্কুল পাড়া) এলাকার একরামুল হকের ছেলে সাহাবুল হক।
মামলার সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ২৯ মে র্যাবের একটি দল নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে আমিনা হাসপাতালের সামনে অভিযান চালায়। সেখান থেকে একটি যাত্রীবাহী বাসে থল্লাসি চালিয়ে জাকির হোসেন নামের এক যাত্রীর কাছ থেকে ৩০ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৩১০ গ্রাম হিরোইন হেরোইন জব্দ করা হয়। ওই দিনই বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জাকির হোসেনকে থানায় হস্তান্তর করা হয়।
অপর একটি ঘটনায় গত ২০১৭ সালের ৭ ডিসেম্বর বনপাড়া হাইওয়ে পুলিশের একটি দল বনপাড়া বাইপাস মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে। পরে বাসের যাত্রী সাহাবুল হকের দেহ তল্লাশি করে ৮ লক্ষ টাকা মূল্যের ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
বুধবার উল্লিখিত দু’টি মামলায় রায় প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available