• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৭:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৭:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘোড়াঘাটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৭ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:২০:০৭

ঘোড়াঘাটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নদীর ডুবে নিখোঁজের একদিন পর তপন চন্দ্র মোহন্ত ওরফে নেদারের (৪৮) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার চাম্পাতলীর ঘাটে ইটভাটা সংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তপন চন্দ্র গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামের মৃত ক্ষীতিস চন্দ্র মোহন্ত ওরফে কাঞ্চিয়া মাস্টারের ছেলে। তিনি ঘোড়াঘাট পৌর এলাকার আজাদ মোড়ে মহাসড়কের পাশে পশু খাদ্য ব্যবসায়ী ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে দোকান থেকে করতোয়া নদীতে সাঁতার কেটে বাড়িতে ফিরছিলেন নিহত তপন চন্দ্র। হঠাৎ তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন রাত পর্যন্ত নদীর বিভিন্ন ঘাটে খোঁজাখুজি করে সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, বুধবার রাত ৯টায় খবর পেয়ে তাৎক্ষণিক পরিবারের দেখানো নদীর বিভিন্ন স্থানে ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে রংপুর থেকে আমাদের ডুবুরি দলের সদস্যদেরকে নিয়ে এসে আবারও দ্বিতীয় দফায় নদীতে অনুসন্ধান অভিযান পরিচালনা করা হয়। তবে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

ঘোড়াঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রাহাত আহম্মেদ বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় চাম্পাতলীর ঘাটে নিখোঁজ তপনের ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা মরদেহ উদ্ধার করলে নিহতের পরিবারের লোকজন মরদেহটি বাড়িতে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, নিখোঁজের প্রায় ২৪ ঘন্টা পর স্থানীয় লোকজন নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে বলে জানতে পেরেছি।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫