ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় প্রথম দিনে ৬২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আর অনুপস্থিত রয়েছে ২৩ জন পরীক্ষার্থী।
১৭ আগস্ট বৃহস্পতিবার প্রথম দিনে সকাল ১০টায় এই উপজেলার দু’টি কেন্দ্রে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় কেন্দ্র দু’টি পরিদর্শন করেছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক।
পরীক্ষা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দু’টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল মোট ৬৫২ জন শিক্ষার্থীর। তার মধ্যে ঘোড়াঘাট সরকারি কলেজ কেন্দ্রে ৪০০ এবং ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৫২ জন শিক্ষার্থী। তবে প্রথম দিনে মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে শতভাগ পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও ঘোড়াঘাট সরকারি কলেজ কেন্দ্রে অনুপস্থিত রয়েছে ২৩ জন পরীক্ষার্থী। পরীক্ষা উপলক্ষে বুধবার পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে ঘোষণা করে উপজেলাব্যাপী মাইকে প্রচার-প্রচারণা করেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র ৫টি। তার মধ্যে কারিগরী শিক্ষা বোর্ডের কেন্দ্র ২টি এবং মাদ্রাসা বোর্ডের কেন্দ্র ১টি। বাকি দুটি এইচএসসি কেন্দ্র। বন্যার কারণে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এই দুই বোর্ডের পরীক্ষা।
ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি। যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র দু’টি পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে আমাদের উপজেলার দু’টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রে স্মার্ট ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া আর কেউ মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবে সরকারি পর্যায়ে যোগাযোগের জন্য শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করবেন। এ সব বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available