রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে ২০১৮ সালের নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৮৮টি। এবার তা বেড়ে হয়েছে ৯৫টি। গতবারের চেয়ে ৭টি ভোটকেন্দ্র বেড়েছে।
রাঙ্গুনিয়া পৌর এলাকা, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন, পোমরা ইউনিয়ন ও পারুয়া ইউনিয়নে এসব ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, এসব ইউনিয়নে ভোটার বাড়ার কারণে নারী ও পুরুষ ভোট কেন্দ্র আলাদা করা হয়েছে। ভোটকেন্দ্রের অবস্থান পরিবর্তন করা হয়নি।
ভোট কেন্দ্র বাড়ার বিষয়টি কমিটির সিদ্ধান্তে হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available