• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩২:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩২:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাটোরে আখ ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

১৮ আগস্ট ২০২৩ বিকাল ০৩:৫৫:০৮

নাটোরে আখ ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় আখ ক্ষেত থেকে আমিনুল ইসলাম (৪০) নামের এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৮ আগস্ট শুক্রবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিল লিমিটেডের কৃষ্ণা কৃষি খামারের বাগাতিপাড়ার চিথলিয়া সেকশনের ৩১ নাম্বার ব্লকের একটি আখ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার খাগরবাড়িয়া গ্রামের ইসরাফিল আলমের ছেলে। খবর পেয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদা শারমিনা নেলী ও বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম খান ঘটনাস্থল পরিদর্শণ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে এক নারী গরুর জন্য ঘাস কাটতে ওই আখ ক্ষেতের ভেতর গেলে সেখানে মরদেহটি দেখতে পায়। পরে তার চিৎকার ও চেঁচামেচিতে লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত আমিনুলের বড় ছেলে মুন্না আহম্মেদ জানান, তার বাবা রাজশাহী শহরে ভাড়ায় অটোরিক্সা চালাতেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজশাহী থেকে বাড়িতে আসান এবং একসঙ্গে রাতের খাবার খেয়ে বাড়ির পাশের দোকানে যান।

এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিলো না। শুক্রবার সকালে লোকমুখে ১ ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর শুনে এসে দেখেন এটি তার বাবা আমিনুলের।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শফিউল আজম খান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর নিহত আমিনুল ইসলাম বাড়ি থেকে বের হন, প্রতিদিন সে রাত ১০টার মধ্যে বাড়িতে ফিরে এলেও সেদিন বাড়িতে না ফেরায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেন পরিবারের সদস্যরা।

শুক্রবার সকালে কৃষ্ণা কৃষি খামারের আখ ক্ষেতে ১টি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে নিহত আমিনুলের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কি কারনে এ হত্যাকান্ড এবং কে বা কারা এর সাথে জড়িত সে বিষয়ে কাজ শুরু করেছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০