• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কসবায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ

১৮ আগস্ট ২০২৩ বিকাল ০৪:২৬:২৯

কসবায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ

মাজেদুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

১৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোপীনাথপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তসলিমুর রেজাকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে কসবা থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সদস্য তসলিমুর রেজা ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোক্তার হোসেনের মধ্যে দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় রাজনীতিতে তসলিমুর রেজা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শাহ আলম এবং মোক্তার হোসেন আইনমন্ত্রী আনিসুল হকের সমর্থক হিসেবে পরিচিত।

ঘটনার সূত্রপাত তসলিমুর রেজার সাবেক এমপি শাহ আলমকে নিয়ে একটি ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে। এ নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোপীনাথপুর বাজারে ২পক্ষের মধ্যে বাগবিতন্ডা হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তসলিম রেজা ও মুক্তার মেম্বারসহ ৭জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত তসলিম রেজা ও মুক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত বাকি ৫জন স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছ। দুই গ্রুপের সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সাংবাদিকদের জানান, সংঘর্ষের ঘটনায় তসলিমুর রেজাকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে কসবা থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫