• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চৌহালীতে ৬০ বস্তা সরকারি চালসহ ট্রাক চালক আটক

১৯ আগস্ট ২০২৩ সকাল ০৮:৩৩:১৭

চৌহালীতে ৬০ বস্তা সরকারি চালসহ ট্রাক চালক আটক

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার রুসপী মোড় থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দ স্বল্পমূল্যের ফেয়ার প্রাইজের ৬০ বস্তা চালসহ জহির মন্ডল নামের এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, সরকারি চালের বস্তা পরিবর্তন করে তা পাচার করা হচ্ছিল।  

১৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টার দিকে চৌহালী উপজেলার এনায়েতপুর থানার রুসপী বাদল মোড় নামক এলাকা থেকে চালসহ তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন থেকে ফেয়ার প্রাইজের ডিলার আব্দুল হাই এসব সরকারি চাল জেলা শহরে বিক্রির জন্য নিচ্ছিল। পরে এলাকাবাসী চালসহ ট্রাক চালককে আটক করে থানায় খবর দেন।

১৮ আগস্ট শুক্রবার দুপুরে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায়  ট্রাক চালক জহির মন্ডল ও ডিলার আব্দুল হাইসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এরা সবাই শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের বাসিন্দা।

তিনি জানান, সরকারি চালের বস্তা পরিবর্তন করে কাগজ দিয়ে ঢেকে পাচার করার সময় রুপসী মোড়ে পৌঁছলে প্রথমে স্থানীয়রা ওই ট্রাক চালককে আটকে রাখে। পরে থানায় জানালে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চালের বস্তাগুলো জব্দ করে। ওই ট্রাকে ৬০টি বস্তার প্রতিটিতে ৬০ কেজিসহ মোট ৩ হাজার ৬০০ কেজি চাল ছিল।

এ প্রসঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে কোনো ডিলার যদি সরকারি চাল অবৈধভাবে পাচার বা বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে মামলা ও লাইসেন্স বাতিল করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫