নরসিংদী প্রতিনিধি: গাজীপুরের পুবাইল থেকে নরসিংদীর হত্যা, ডাকাতি ও মানবপাচারসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জাকির হোসেন (৪৮)কে গ্রেফতার করেছে র্যাব-১১।
১৮ আগস্ট শুক্রবার পুবাইল থানার মাজুখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. খলিলুর রহমান।
গ্রেফতার জাকির নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকার ইদ্রিসের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার র্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার পুবাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাজুখান এলাকা থেকে হত্যা, ডাকাতি ও মানবপাচারের মতো গুরুতর অপরাধে অপরাধী একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসমি মো. জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. খলিলুর রহমান বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতার আসামি নরসিংদী জেলার রায়পুরা থানার রহিমাবাদ এলাকার সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য। এলাকায় দীর্ঘদিন যাবৎ খুন, ডাকাতিসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে জনমনে ভীতি সঞ্চার করে আসছিল। সে দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার ধরা-ছোঁয়ার বাইরে ছিল। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন সংস্থার চেষ্টা অব্যাহত ছিল। গোয়েন্দা নজরদারির মাধ্যমে গাজীপুর জেলার পুবাইল থানাধীন মাজুখান এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available