রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটিতে পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে কোতয়ালী থানা। ১৭ আগস্ট বৃহস্পতিবার রাঙামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চলতি বছরের জুলাই মাসে ওয়ারেন্ট নিষ্পত্তির জন্য রাঙামাটি কোতয়ালী থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত ঘোষণা করেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
উক্ত সভায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কাপ্তাই থানার এসআই (নিরস্ত্র) মো. ইমাম উদ্দিন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার কোতয়ালী থানার এএসআই (নিরস্ত্র) মো. ফিরোজ আলমের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ এমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলামসহ সিনিয়র পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, রাঙামাটি সদর এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রণসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাঙামাটিতে আগত পর্যটকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করাসহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি, চেকপোস্ট তল্লাশি জোরদার করায় গত জুলাই মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে রাঙামাটি জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে কোতয়ালী থানাকে নির্বাচিত করা হয়। এ নিয়ে পঞ্চমবারের মতো রাঙামাটি জেলায় কোতয়ালী থানা শ্রেষ্ঠ থানার খেতাব অর্জন করলো।
এর আগে সকালে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেছেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available