বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে গরুর বাছুর, তাদের খাদ্য, হাঁস, হাঁসের ঘর ও মুরগি বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৮ আগস্ট শুক্রবার বিকালে উপজেলার পরিষদের চত্বরে এগুলো বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওসমান গনি শিশিরের সভাপতিত্বে প্রাণিসম্পদ অফিসের ডা. শামীমা বেগম ও ডা. তমা মনির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আলতাফ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি প্রমুখ।
বীরগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুফলভোগীদের মাঝে গরু হৃষ্টপুষ্ট করণ ও হাঁস-মুরগি প্যাকেজের আওতায় ৮৩টি পরিবারকে গৃহ নির্মাণ উপকরণ ও খাদ্যসহ ৮৩টি বাড়ন্ত গরু, ৪০০টি পরিবারকে ৪০০টি হাঁসের ঘরসহ ৮ হাজার বাড়ন্ত হাঁস এবং ৪০০টি পরিবারে ৪০০টি মুরগির ঘর বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available