সুনামগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জে বিনামূল্যে বঙ্গবন্ধু স্বাস্থ্যসেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে। ১৯ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে জগন্নাথপুর উপজেলার ইকইরছই মাদ্রাসা মাঠে প্রায় পাঁচ হাজার হতদরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সস্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এলাকার হতদরিদ্র মানুষদের এ চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ঔষুধও দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা ও বিনামুল্যে ঔষধ পেয়ে খুশি হাওর অধ্যুষিত উপজেলার হতদরিদ্র লোকজন।
এ প্রসঙ্গে আয়োজক সাজিদুর রহমান ফারুক বলেন, জগন্নাথপুর উপজেলার হাওর অধ্যুষিত এলাকার দরিদ্র লোকজন ভালো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই তাদের সেবা দেয়ার জন্যই আমাদের এই উদ্যোগ।
তিনি আরও বলেন, গত বছর জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে সাত হাজার মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছি। এবার জগন্নাথপুরে পাঁচ হাজার জন হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে সেবা দেয়া হচ্ছে। এসকল এলাকার যেকোনো দুর্যোগে, করোনা, বন্যা মোকাবেলায় মানুষের পাশে থাকি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available