ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া চাঁদপুর বিল হতে সুলতানপুর পর্যন্ত খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৮ আগস্ট শুক্রবার সকাল ১০টায় ঈশ্বরদীর দাশুড়িয়া রেল স্টেশনের খোলা স্থানে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা–৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথার সভাপতিত্বে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদারের সঞ্চালনায় খাল খনন কার্যক্রমের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রশিদ পেপার মিলস্’র জেনারেল ম্যানেজার (জি.এম) নাসির উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক মুরাদ আলী মালীথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডসহ আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
মুলাডুলি ইউনিয়ন পরিষদ ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে সৃষ্ট জলাবদ্ধতা দুরীকরণে প্রায় ৫ কিলোমিটার খাল গ্রামবাসীর তত্ত্বাবধায়নে খনন কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে এমপি নুরুজ্জামান বিশ্বাস বলেন, দাশুড়িয়া চাঁদপুর বিল হইতে সুলতানপুর পর্যন্ত খাল খনন করা হলে এই দুই ইউনিয়নে কয়েকটি মৌজার কয়েক হাজার কৃষকরা সহজে কৃষি জমি আবাদ করতে পারবে, মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে, বিশেষ করে খরিপ মৌসুমে পানি পাওয়া যাবে। যা দিয়ে হাঁস পালন, সবজি চাষ উৎপাদন বৃদ্ধিসহ কৃষকদের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available