• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫১:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫১:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টেকনাফের পাহাড় থেকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৬

১৯ আগস্ট ২০২৩ বিকাল ০৫:৫২:৪৬

টেকনাফের পাহাড় থেকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৬

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দূর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা ও ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে মূলহোতা ফয়সালসহ ডাকাত চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫-এর সদস্যরা।

গ্রেফতাররা হলেন, রঙ্গীখালীর গুরা মিয়ার ছেলে ফয়সাল উদ্দিন প্রকাশ ফয়সাল (৪০), হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়াপাড়ার নজির আহম্মদের ছেলে মোঃ বদি আলম প্রকাশ বদাইয়া (৩৫), দক্ষিণ আলীখালীর জানে আলমের ছেলে মোঃ কবির আহাম্মদ (৪৩), পশ্চিম সাতঘরিয়াপাড়ার বাছা মিয়ার ছেলে মোঃ সৈয়দ হোসেন (৩২), পূর্ব সাতঘরিয়াপাড়ার মৃত বনি আমিনের ছেলে মোঃ দেলোয়ার হোসন (৩৫) এবং উলুছামারি কুনারপাড়ার জাহিদ হোসেনের ছেলে মোঃ মিজানুর রহমান (২৬)।

এসময় ওই আস্তানা থেকে ২টি একনলা বড় বন্দুক, ৪টি এলজি, ১টি অর্ধনির্মিত এলজি, ৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১০ রাউন্ড রাইফেলের তাজা কার্তুজ, ১টি ড্রিল মেশিন, ১টি আগুন জ্বালানো মেশিন, ২টি লেদ মেশিন, ২টি বাটাল, ১টি শান দেয়ার রেত, ২টি লোহার পাইপ, ২টি প্লাস, ১টি কুপি বাতি এবং ৩টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

১৯ আগস্ট শনিবার বিকেলে র‌্যাব-১৫-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

তিনি জানান, গত ১৮ আগস্ট সন্ধ্যা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিধানিক দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে অবস্থানরত একটি ডাকাত চক্র ধরার জন্য অভিযান পরিচালনা করে এবং ডাকাত দলের আস্তানায় অভিযান পরিচালনার সময় একটি অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করে। র‌্যাবের অভিযানের বিষয়টি টের পেলে ডাকাত দলের সদস্যরা র‌্যাবের আভিযানিক দলের উপরে গুলিবর্ষণ করে এবং এদিক-ওদিক দৌড়ে পালিয়ে যেতে থাকে। এ সময় পলায়নকালে ধাওয়া করে ফয়সাল বাহিনীর মূলহোতা ফয়সালকে র‌্যাবের আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে ফয়সাল, ডাকাত দল চক্রের অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল টেকনাফের রঙ্গীখালির বিভিন্ন পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

তিনি আরও জানান, ডাকাত চক্র প্রতিনিয়ত এলাকাবাসী এবং অন্যান্য এলাকা থেকে আগত পর্যটকদের নানাভাবে হয়রানিসহ খুন, অপহরণ ও ধর্ষণ জাতীয় অপরাধ সংঘটিত করে আসছে।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মেজর সৈয়দ সাদিকুল হক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫