• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৫০:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৫০:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাটিরাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

১৯ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩৮:৪৯

মাটিরাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকসহ যে কোনও ফৌজদারী অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট শনিবার দুপুরের দিকে মাটিরাঙ্গা থানার আয়োজনে উপজেলার বেলছড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে  বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ ছালেহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খাঁন এবং ১৮৫নং বেলছড়ি মৌজার হেডম্যান জয়া ত্রিপুরা ।

সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কে যে কোনও তথ্য দিয়ে সহযোগিতার করার আহবান জানিয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সবধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

এসময়, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্লাহ, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক ও বিট অফিসার (এসআই) মো. আব্দুল করিম, সহকারী বিট অফিসার (এএসআই) মো. নাজমুল কবির, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে, মাটিরাঙ্গা থানা পরিদর্শন ও বৃক্ষ রোপণ করেন পুলিশ সুপার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩