রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজীবপুরে ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
১৯ আগস্ট শনিবার চর রাজীবপুরের বালিয়ামারী আদর্শ গ্রামের মো. জাকির হোসেনের বাড়ি থেকে জুয়াসামগ্রীসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. সোহরাব হোসেন (২২), মো. নয়ন ইসলাম (৩২), মো. মিজানুর রহমান (২৮), মো. নুর নবী(৩৫), মো. এরশাদুল হক(৩০), মো. খোকন মিয়া(২১), মো. শাকিল খান(২৩), মো. নুরু মিয়া(৩০), মো. শুকুর আলী(২৬), মো. জালেফ মিয়া(২৩), মো. মাইদুল ইসলাম(২৮), মো. রাশেদুল ইসলাম (২৩) এবং মো. তাজুল ইসলাম (৩০)।
এ ঘটনায় বাড়ির মালিক পলাতক মো. জাকির হোসেনসহ গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে চর রাজীবপুর থানা একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজীবপুর থানার অফিসার ইনর্চাজ মোজাহারুল ইসলাম বলেন, আসামিদের কুড়িগ্রাম জেলে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় কোনো প্রকার জুয়া, মদ, ইয়াবা ব্যবসা এবং বাল্যবিবাহসহ নানা ধরনের অপরাধের সাথে যারাই থাকুক না কেন, তাদের কঠোরভাবে দমন করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available