• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩১:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩১:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফতুল্লায় আওয়ামী লীগ অফিসে ভাংচুর, পুলিশসহ আহত ১২

২০ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০৯:১৯

ফতুল্লায় আওয়ামী লীগ অফিসে ভাংচুর, পুলিশসহ আহত ১২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগ অফিসসহ রেস্টুরেন্ট, দোকান ও বাসা-বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ১৯ আগস্ট শনিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরি মোড় থেকে মাসদাইর সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে দীর্ঘ এক কিলোমিটার এলাকাজুড়ে এ হামলা চালানো হয়।

এতে রূপগঞ্জ থানার এসআই মারুফসহ অন্তত ১০/১২ জনকে কুপিয়ে আহত করা হয়। আহতদের খানপুর হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টায় নেসার ও সাব্বির তাদের বাহিনীর অন্তত অর্ধশতাধিক লোক নিয়ে মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকায় এ হামলা চালায়। এসময় ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ভাংচুর করে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শামীম ওসমানের ছবিসহ চেয়ার-টেবিল ভাংচুর করে। এরপর সড়কের পাশে দোকান, রেস্টুরেন্ট ও বাসা বাড়ি ভাংচুর করে। তারা মাসদাইর সরকারী বালিকা বিদ্যালয় পর্যন্ত এ হামলা চালায়। এসময় সড়কে যাকে কাছে পেয়েছে তাকেই কুপিয়ে জখম করেছে।

এরমধ্যে রূপগঞ্জ থানার এসআই মারুফ সাদা পোষাকে মোটরসাইকেলে ফতুল্লা থানা থেকে রূপগঞ্জ যাওয়ার পথে মাসদাইর সরকারী বালিকা বিদ্যালয়ের কাছে পৌঁছালে ওই সন্ত্রাসীরা তার হাতে কুপিয়ে মারাত্মক জখম করে। এঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

এ প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০