কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে ৩টি এলজি এবং ৯৮ রাউন্ড গুলিসহ মোহাম্মদ বাবুলকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
১৯ আগস্ট শনিবার ভারুয়াখালী বাজারের পুতিন্নামার খলিফার ওয়ার্কশপের দোকান থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার কর হয়।
রোববার কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ভারুয়াখালী বাজারে পুতুইন্যা খলিফার গ্রীল ওয়ার্কশপের দোকানের ভিতর একদল অবৈধ অস্ত্রধারী আসামি অস্ত্র ও গুলিসহ অবস্থান করতেছে- এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে। পরে আসামিকে জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তার ডান হাতে থাকা বাজারের ব্যাগে রক্ষিত অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে। এসময় বাবুলের দেহ তল্লাশী করে তার ডান হাতে বাজারের ব্যাগ থেকে ৩টি দেশীয় তৈরি এলজি ও ১৯৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সময় আরও দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available