রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে বখে যেতে বসা উঠতি বয়সী কিশোরদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৩৭ জনকে আটক করে পুলিশ।
২০ আগস্ট রোববার দিবাগত রাত ৮টা থেকে ১০ টা পর্যন্ত রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন। তিনি জানান, শহরের কাঠাঁলতলি, পৌরসভা এলাকা, বনরূপা, ট্রাইবেল আদাম, ফরেষ্ট কলোনী, কালিন্দিপুর, পাবলিক হেলথ এলাকা, স্টেডিয়াম এলাকা, হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে উঠতি বয়সী ৩৭ কিশোরকে আটক করা হয়েছে।
এখন থেকে রাত ৮টার পর রাঙামাটি শহরের কোথাও স্থানীয় উঠতি বয়সী কিশোর-যুবকরা আড্ডা দিলেই পুলিশ তাদের আটক করবে বলেও জানিয়েছেন ওসি।
পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল ক্যাসিনো, জুয়ার আড্ডা, মাদকের আড্ডাসহ কিশোর গ্যাং কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়। আটকদের অধিকাংশই ছাত্র এবং সভ্রান্ত পরিবারের সন্তান। তাই তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের পিতা-মাতা, অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। পরবর্তীতে তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করে মধ্যরাতে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের খোঁজ খবর রাখা, অকারণে ঘোরাফেরা না করতে দেওয়া, মাদক সংশ্লিষ্টদের সঙ্গে না মেশা এবং সন্তানকে নিয়মিত পড়াশোনার খোঁজ খবর নিতে অভিভাবকদের পরামর্শ দেয়া হয়।
এছাড়াও আটক কিশোরদের সন্ধ্যার আগেই ঘরে ফিরে পড়ালেখা করতে বলা হয়। পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে বলেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন।
এ বিষয়ে আরিফুল আমিন বলেন, রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদের নির্দেশনায় বখে যাওয়া উঠতি বয়সী কিশোর ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অভিযান পরিচালানা করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।
এখন থেকে রাত ৮টার পর থেকে রাঙামাটি শহরের কোথাও উঠতি বয়সী ছেলে-মেয়েদের অহেতুক আড্ডায় দেখলে পুলিশ আটক করবে এবং এই ধরনের দৃশ্য দেখলে পুলিশকে খবর দেওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানান।
তিনি বলেন, এই কিশোররা যেন পড়ালেখা করে মানুষের মত মানুষ হয় এবং তাদের জীবন যেন বিপথে না যায় এটাই আমাদের প্রত্যাশা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available