উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভূমি অধিগ্রহণ না হওয়ায় ব্রিজ নির্মাণ হলেও প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে সিরাজগঞ্জ উল্লাপাড়া বিল সুর্য নদীর উপর নির্মাণাধীন সেতুর সংযোগ সড়কের কাজ। জনগণকে সেতুতে উঠতে হচ্ছে বাঁশের তৈরি মই বেয়ে।
উল্লাপাড়া-কামারখন্দ আঞ্চলিক সড়কে উল্লাপাড়া পৌরসভার বাড়ইয়া মহল্লায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতুটির দুই পাশের সংযোগ সড়ক না হওয়ায় মই বেয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এলাকাবাসী। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, ভূমি অধিগ্রহণের কাজ শেষ হলে খুব দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
উল্লাপাড়াবাসীর বহুল কাঙিক্ষত সেতুটি নির্মাণ হলেও এর সুবিধা পাচ্ছে না জনগণ। সংযোগ সড়ক না থাকায় জনসাধারণ নিজেরাই সেতুর উভয় প্রান্তে বাঁশের মই বানিয়ে পারাপার হচ্ছেন। নিয়ম অনুযায়ী জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে জরিপের পর প্রয়োজনীয় জমির মূল্য নির্ধারণ করে সেতুর সংযোগ সড়ক নির্মাণ হওয়ার কথা থাকলেও প্রশাসনের ধীরগতির কারণে এখন পর্যন্ত সেতুটির দুইপাশে সংযোগ সড়কটিতে মাটি ফেলা যাচ্ছে না।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৪ বছর ধরে ব্রিজটির কাজ চলছে। ৮ মাস আগে ব্রিজটি নির্মাণ হলেও এখন পর্যন্ত ব্রিজের সংযোগ সড়কের নির্মাণ হয়নি। এতে চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কোনো মালামাল যানবাহনে করে ব্রিজের উপর দিয়ে যাওয়ার উপায় নেই।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অফিসার আবু সায়েদ বলেন, বাড়ইয়া সেতু নির্মাণ প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। সংযোগ সড়কের জন্য ভুমি অধিগ্রহণের লক্ষ্যে যথাসময়ে জেলা প্রশাসকের অফিসে আবেদন জানানো হয়েছে। দ্রুত স্থানীয়দের চলাচলের জন্য বাকি কাজটুকু সম্পন্ন করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available