ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে স্টিফান তির্কী (৫৫) নামে একজন নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ আগস্ট সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
পুলিশ সুপার জানান, গত ১৮ আগস্ট শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্টিফান তির্কী আহত হন। পরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর ওই রাতেই পুলিশের চারটি বিশেষ টিমের তৎপরতা সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদে থানায় নিয়ে আসে। পরে প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে আটকদের মধ্যে পৌর শহরের পরিষদপাড়ার আদিবাসী গাবে টপ্পো ও জুলিয়ান টপ্পো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল।
এ ঘটনায় নিহত স্টিফান তির্কীর স্ত্রী ভেরনিকা খালকো গত শনিবার গাবে টপ্পো ও জুলিয়ান টপ্পোর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করে। পরে আটক গাবে টপ্পো ও জুলিয়ান টপ্পোকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
উত্তম প্রসাদ পাঠক জানান, গেল ১৮ আগস্ট আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে জমি বিরোধের জেরে অর্থ লেনদেনকে কেন্দ্র্র করে ছুরিকাঘাতে স্টিফান তির্কীকে হত্যা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available