• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৮:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৮:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালাইয়ে ৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

২১ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:২৭:৫৯

কালাইয়ে ৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ওয়াহেদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনারুল ইসলামকে (৪০) রায়ের ৮ বছর পর গ্রেফতার করেছে কালাই থানার পুলিশ।

গ্রেফতার আসামী আনারুল ইসলাম কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

তথ্য প্রযুক্তির সহায়তায় ২১ আগস্ট সোমবার ভোর রাতে আসামীর নিজ বাড়ী উপজেলার এলতা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।

তিনি জানান, ২০১০ সালের ৩০ জুলাই দিবাগত রাতে জয়পুরহাটের কালাই উপজেলার এলতা গ্রামের আব্দুল ওয়াহেদকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামী আনারুল ইসলাম। এরপর তাকে পুনট-দেউগ্রাম রাস্তায় নিয়ে গিয়ে তার হাতে থাকা মোবাইল সেট কেড়ে নিয়ে তাকে হত্যা করে মাঠে মরদেহ ফেলে পালিয়ে যায়। পরের দিন ৩১ জুলাই স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় নিহতের বাবা আফজাল হোসেন সরকার বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওসি ওয়াসিম আল বারী আরও জানান, জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালতের তৎকালিন বিচারক মো. আবদুল মজিদ গত ২০১৬ সালের ১৮ আগস্ট ওয়াহেদ হত্যা মামলায় আসামীর অনুপস্থিতেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। এই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনারুল ইসলাম দীর্ঘদিন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন।

অপরদিকে মাদক মামলায় এক বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাহফুজার রহমানকে (৫৯) রায়ের এক বছর ১১ মাস পর গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ। মাহফুজার রহমান কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুমসাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তাকেও নিজ বাড়ি থেকে সোমবার ভোর রাতে গ্রেফতার করা হয়।

২০২১ সালের ২৮ অক্টোবর জয়পুরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহাঙ্গীর আলম আসামীর অনুপস্থিতিতে এক বছর ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।

গ্রেফতার আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান কালাই থানার ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০