• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

২১ আগস্ট ২০২৩ রাত ০৮:৩৭:০০

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের হলিডের মোড়ে অবস্থিত হোটেল সানমুনের ২য় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং পৌর আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার মরদেহটি দুই হাত-পা দড়ি বাঁধা ও রক্তাক্ত অবস্থায় ছিলো।

২১ আগস্ট সোমবার সকালের দিকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

এই ঘটনার পর থেকে নিহতের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত জনৈক নয়নকে পাওয়া যাচ্ছে না এবং নিহতের ব্যবহৃত মুঠোফোন ও মোটরসাইকেলটি সন্ধান পাচ্ছে না স্বজনরা।

নিহত সাইফ উদ্দিন কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার আনসার কমান্ডার আবুল বশরের ছেলে।

এদিকে সাইফ উদ্দিনের মরদেহ উদ্ধারের খবরে পুরো শহরে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। নির্মম এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি চায় স্বজন ও তার রাজনৈতিক সহযোদ্ধারা।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে কক্সবাজার শহরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে বিশাল বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের হয়।  

হোটেল সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫ টায় সাইফউদ্দিন ও তার শালা সম্পর্কিত নয়ন হোটেলের ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেয়। সোমবার সকাল ৯ টায় সাইফের আরেক বন্ধু বৈরাম মোহাম্মদ ইলিয়াছ তাকে সাইমম হোটেলে খুঁজতে আসলে রক্তাক্ত মরদরহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের ভাই মহিউদ্দিন মাহিন বলেন, আমার বড় ভাইয়ের মরদেহ বিছানায় পড়ে থাকলেও তার সাথে হোটেলে উঠা নয়নের কোন খবর নেই। এছাড়া আমার ভাইয়ের মোবাইল, মোটরসাইকেলের সন্ধান পাইনি এখনও।

এদিকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন জানান, গতকাল একসাথে বিএনপির ২০০০ সালের দায়ের করা মামলায় একসাথে হাজিরা দিয়েছি। গতকাল শেষ কথা হয়। আজ খুন হয়েছে, তা ভাবতে কষ্ট হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ, সিআইডি ও অন্য বিভাগের ইন্টেলিজেন্সরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। এখনও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫