• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গ্রেনেড হামলার পেছনের কারিগর তারেক রহমান: এমপি মোকতাদির

২২ আগস্ট ২০২৩ দুপুর ১২:৪১:০৫

গ্রেনেড হামলার পেছনের কারিগর তারেক রহমান: এমপি মোকতাদির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার জন্যই জঙ্গী-সন্ত্রাসীরা গ্রেনেড ছুঁড়ে মেরেছিলেন। সেদিন সংগ্রামী নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নেতাকর্মী শহীদ হয়েছিলেন। সেই নারকীয় হামলার পেছনের কারিগর ছিলেন তারেক রহমান। তাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবি জানাই। একইসঙ্গে বঙ্গবন্ধু স্বপরিবারে হত্যাকাণ্ডের ঘটনায় কমিশন গঠন করা হউক। তাহলে পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারী সকলকেই চিহ্নিত করা সহজ হবে।

২১ আগস্ট সোমবার সন্ধ্যায় ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোকতাদির চৌধুরী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় যারা স্টেশন, পৌরসভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, আল মামুন সরকার, রুবেল, শোভনের বাড়ি পুড়িয়েছে, তারা অন্ধকারের সরীসৃপ। সেই সময় ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডবের পর থেকেই বিচার বিভাগীয় তদন্ত দাবি করে আসছি। এখনও আমি বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।

তিনি এ সময় সমাবেশে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীদের সামনে বলেন, হেফাজত তাণ্ডবের ঘটনায় আপনারা আমার সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত চান কি না, তখন সকলে সমর্থন জ্ঞাপন করেন। এ সময় তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলেন, আপনারা জনতার রায়কে লিখনীর মধ্য দিয়ে সরকারকে অবহিত করবেন।

এমপি মোকতাদির দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বড়ো সমাবেশ দেখে আনন্দিত হবেন না। আপনাদের অসর্তকতায় নিমিষেই বড়ো সমাবেশ বিশৃঙ্খল সমাবেশে পরিণত হতে পারে। কারণ এই দলের ভেতরও অন্ধকারের সরীসৃপ হেফাজত ও সাঈদীর অনুসারীরা ঢুকে পড়েছে। তাদের শনাক্ত করে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কখনও মৌলবাদী-জঙ্গীবাদীদের সঙ্গে আপোষ করেননি। আমরাও করবো না। বঙ্গবন্ধু যদি আমাদের স্বাধীন বাংলাদেশ না দিয়ে যেতেন, তবে আমাদের উর্দু বা হিন্দি ভাষায় কথা বলতে হতো। তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছেন বলেই, পৃথিবীতে বাংলা ভাষার একটি রাষ্ট্র রয়েছে। আমরা বাঙ্গালী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। যতোদিন বাংলাদেশের অস্থিত্ব থাকবে, ততোদিন বাংলা ভাষা থাকবে বাঙ্গালীর রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবে।

সংসদ সদস্য মোকতাদির চৌধুরী বলেন, খুনীচক্র জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করেছিলেন স্বাধীন বাংলাদেশকে পাকিস্তানী ভাবধারায় পরিচালিত করবার জন্য। পৃথিবীর ইতিহাসে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড সবচেয়ে মর্মস্পর্শী হত্যাকাণ্ড।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন।

সাবেক উপদপ্তর সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।

আরও বক্তব্য রাখেন পৌর মেয়র ও সাবেক সহ-সভাপতি মিসেস নায়ার কবীর, মুজিবুর রহমান বাবুল, জেলা জজ আদালতের পিপি অ্যাড. মাহবুবুল আলম খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সদর উপজেলা সাধারণ সম্পাদক এমএএইচ মাহবুব আলম, পৌর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুবলীগ সভাপতি অ্যাড. শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা কৃষকলীগ আহ্বায়ক সাদেকুর রহমান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড. লোকমান হোসেন, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আশরাফ খান আশা, জেলা পরিবহন শ্রমিক লীগ সভাপতি বারীন্দ্রনাথ ঘোষ, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫