লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে বড় ভাইকে বাঁচাতে আকুতি জানিয়েছেন ছোট বোন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশেফা খাতুন ইতি। তিনি সমাজের বিত্তবান, শিল্পপতি, রাজনীতিবীদ, সমাজ সেবকসহ সকলের কাছে তার ভাইকে বাঁচাতে এগিয়ে আসার আবেদন করেছেন।
তিনি বলেন, আমার বড় ভাই কৃষি বিশ্ববিদ্যালয়ের থেকে সার্জারি অবস্টেট্রিক্সে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর তিনি ৪৩তম ও ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষা দেয়ার পর হঠাৎ করেই গতবছরের ২২ আগস্ট তার ক্রোনিক কিডনি ডিজিজ (তার দুটো কিডনিই বিকল) ধরা পরেছে। বর্তমানে তিনি ডায়ালাইসিস ও ঔষধের মাধ্যমে চিকিৎসাধীন রয়েছেন। তার কিডনি জটিলতার পাশাপাশি বহুদিন হেপাটাইটিস বি ও সিতে ভুগেছিলো এখনও বি কন্ট্রোলে রাখতে হয়। এছাড়াও তার শ্বাসকষ্ট আছে। এখন তার কিডনী প্রতিস্থাপন একান্ত জরুরী। কিডনি প্রতিস্থাপন যদি তাড়াতাড়ি না হয়, এর প্রভাব লিভার এবং হার্টে পরবে বলে চিকিৎসক জানিয়েছেন।
ইতি বলেন, কিডনী দাতা আমার বোন। বড় বোনের সঙ্গে টিস্যু ম্যাচ হওয়ায় বড় বোন ডোনার হবার আগ্রহ প্রকাশ করেছেন । কিডনি প্রতিস্থাপনের জন্য তার অন্তত ১৮ থেকে ২০ লক্ষ টাকার প্রয়োজন। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করতে ১৫ হাজার টাকা প্রয়োজন হয়। গত ১ বছর ধরে এই টাকা ব্যয় হচ্ছে। এছাড়া যাতায়াতের ভুগান্তি তো আছেই। এ পর্যন্ত ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। খুব শিঘ্রই ইন্ডিয়াতে কিডনি প্রতিস্থাপনের জন্য যাওয়া দরকার।
তিনি জানান, আমরা ৬ ভাই-বোন। বাবা একজন কুরআন শিক্ষার শিক্ষক ও ইমাম। অল্প বেতনে ৮ জন মানুষের সংসার পরিচালনার পর বড় ভাইয়ের চিকিৎসার ব্যয় চালনায় বড় হিমশিম খাচ্ছে।
ইতি আরও জানান, সমাজের অনেকের আন্তরিকতায় বেশ কিছু সহযোগিতা পেলেও আরও অনেক টাকার প্রযোজন। টাকা ম্যানেজ না হওয়ার কারণে ডোনার রেডি থাকা সত্ত্বেও কিডনি ট্রান্সপ্লান্ট করা সম্ভব হচ্ছে না। ভাইয়ের অবস্থা দিন দিন অবনতির দিকে। যত তাড়াতাড়ি সম্ভব কিডনি ট্রান্সপ্লনাট করা জরুরী হয়ে পড়েছে।
সকলের প্রতি আহ্বান জানিয়ে ইতি বলেন, আমার ভাইকে বাঁচাতে যা সামর্থ আছে, সে অনুযায়ী ভাইয়ের জন্য সাহায্য করুন। আপনাদের সামান্য সাহায্য আমার ভাইকে বাঁচাতে সাহায্য করবে ইনশাআল্লাহ।
বিকাশ নং-০১৭৯৭৬৫৯৪৯৪, রকেট নং-০১৭৯৭৬৫৯৪৯৪৭ নগদ- ০১৭৯৭৪০০৬৯২ এবং সঞ্চয়ী হিসাব নং-৫২১১৮০১০১১৩১৩ সোনালি ব্যাংক, মহিষখোচা শাখা, আদিতমারী-লালমনিরহাট।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available