রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী নার্স (পুরুষ ব্রাদার) শেখ ইলিয়াস কবিরের (৫৫) আত্মহত্যার খবর পাওয়া গেছে। ২৩ আগস্ট বুধবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার কামরাঙ্গা গ্রামের নিজ বাড়ীতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছে তার পরিবার। এ ঘটনায় রামপাল থানায় ১ টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহারিমা খাতুনের দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮ টায় সহকারী নার্স ইলিয়াস কবিরকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রামপাল থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়।
জানা যায়, নিহত ইলিয়াস কবির শান্ত স্বভাবের এবং হাসিখুশী মানুষ ছিলেন। হটাৎ করে কেনো তিনি আত্মহত্যা করলেন সেটি স্পষ্ট নয়। পু্লিশ প্রাথমিকভাবে নিহতের স্ত্রী ঝর্ণা বেগমকে সন্দেহ করছে। সম্প্রতি নিহত ইলিয়াস ব্যাংক থেকে বেশকিছু টাকা তুলেছেন বলে জানা গেছে। পাশাপাশি তার পরিবারের সদস্যরাও রহস্যময় আচরণ করছে। এসব কিছুই খতিয়ে দেখছে পুলিশ।
অন্য দিকে মঙ্গলবার রাত পৌনে ১ টায় বৃদ্ধ সন্তোষ কুমার মন্ডল (৬৪) রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষ পানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের পুত্র ২৩ আগষ্ট বুধবার রামপাল থানায় ১ টি অপমৃত্যু মামলা দায়ের করেছে। মৃত সন্তোষ উপজেলার ছোট সন্নাসী গ্রামের মৃত শরৎ মন্ডলের পুত্র।
এজাহারে পুত্র সুমন মন্ডল উল্লেখ করেন, তার বাবা দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে বাড়ীতে রাখা বিষ পান করে তিনি আত্মহত্যা করেন।
এ ঘটনায় রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম জানান, পৃথক ২ টি ঘটনায় ২ জন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে ২ জনের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে বাগেরহাট হাসপাতালে ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। অধিকতর তদন্তের মাধ্যমে নিহত ২ জনের মৃত্যুর কারন খতিয়ে দেখা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available