বীরগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ১টি কবরস্থানের ২-৩ বছরের পুরনো ৭টি কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় বালাপুকুর কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি নজরে আসে স্থানীয়দের।
কয়েকদিন আগে রাতের আঁধারে তুলশীপুর কবরস্থান থেকে ১১ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে প্রথমে মনিরুল ইসলাম নামে ১ যুবক কবরস্থানের ভেতরে ঘাস কাটতে গেলে বিষয়টি প্রথমে তার নজরে আসে। একটি কবর খোঁড়া দেখে তারা মনে করেন, শেয়াল বা কুকুর কবরটি খুঁড়েছে। কিন্ত একে-একে আরও ৬ টি কবর খোঁড়া দেখে তার ধারণা পাল্টে যায়। ২-৩ বছরের পুরোনো কবরগুলো খোঁড়ার পর সেগুলোতে নতুন করে মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। ভারি বৃষ্টির কারণে কয়েকটি কবরের মাটি সরে গিয়ে গর্ত হয়ে আছে।
গত কয়েকদিন আগে তুলসীপুর কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় আলামত হিসেবে ব্যাগ, টর্চ-লাইট, পরনের প্যান্ট রেখে গিয়েছিলো দুর্বৃত্তরা। কিন্তু এখানে কোন আলামত পাওয়া যায়নি। কয়েকটি জায়গায় শুধু পায়ের ছাপ রয়েছে।
তদন্ত করে কঙ্কাল চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ১০ নং মোহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা খতিয়ে দেখতে পুলিশকে জানিয়েছি।
পরে খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. খোদাদাদ সুমন এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
ওসি বলেন, কবর থেকে কঙ্কাল চুরির ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available