হবিগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ২৩ আগস্ট বুধবার দুপুরে হবিগঞ্জ সরকারি শিশু পরিবারের ৬০ জন ও আরও ৪০ জন এতিম শিশুকে এ খাবার দেয়া হয়।
জাতীয় শ্রমিক লীগ হবিগঞ্জের উদ্যোগে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আরব আলীর এতে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনীদের বাঁচানোর চেষ্টা করেছেন জিয়াউর রহমান। হত্যাকাণ্ডের একুশ বছর পর দেশের জনগণ আওয়ামী লীগকে ভোটে নির্বাচিত করার মাধ্যমে খুনীদের বিচার কাজ তরান্বিত করার সুযোগ করে দেয়। এরপর অনেক খুনীর বিচার হয়েছে। আমরা পলাতক খুনীদের দেশে এনে রায় কার্যকরের দাবি জানাই।
শোককে শক্তিকে রূপান্তরিত করে আওয়ামী লীগ নেতাদের কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কাজ জনগণের সামনে তুলে ধরতে হবে।
এমপি আবু জাহির বলেন, বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি করে ক্ষমতায় আসতে চায়। অতীতে যেমন কোন ষড়যন্ত্র আওয়ামী লীগকে দাবায়ে রাখতে পারেনি, সামনের দিনেও পারবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম মতিন, আব্দুল কাইয়ুম, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেবা চৌধুরী, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাব উদ্দিন, জেলা যুবলীগ নেতা জাহির আহমেদ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available