মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে চাঁন্দাশ ইউনিয়নের তংকাশিবপুর এলাকায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে পার্শবর্তী বালুচর, ঘর-বাড়ি, বাঁধ ও ফসলী জমি বিলীন হওয়ার পথে। এ বালু উত্তোলন বন্ধে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেছে।
২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নদীর তীরে কয়েকশ মানুষ ঘন্টাকালব্যাপী মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মো. মাহমুদান নবী রিপন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মো. মিজানুর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মধ্যে মো. আবেদ আলী, রনজিত চন্দ্র, অজিত কুমার প্রমূখ।
মনববন্ধনে বক্তারা বলেন, ইজারাদারের লোকজন নিয়মমাফিক বালু উত্তোলন না করে নিয়মবর্হিভূতভাবে তাদের পৈত্রিক জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এতে নদী তীরবর্তীতে বসবাসকারীদের বসতবাড়িতে ফাটল দেখা দিয়েছে। তাদের ফসলী জমিগুলো নদীগর্ভে বিলিন হওয়ার উপক্রম হয়েছে।
এভাবে চলতে থাকলে এক সময় ফসল উৎপাদন ব্যহত হয়ে না খেয়ে মরতে হবে। মানববন্ধন শেষে অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available