• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৬:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঠাকুরগাঁওয়ে স্টিফান তির্কী হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

২৪ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪:০২

ঠাকুরগাঁওয়ে স্টিফান তির্কী হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আলোচিত স্টিফান তির্কী হত্যার বিচার চেয়ে তার স্ত্রী ভের্নিকা খালকো ও ২ সন্তান রজলীন ও দীপ্তিকে নিয়ে রাস্তায় মানববন্ধন করেছে।

স্টিফান তির্কী হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা বন্ধের দাবিতে ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ও সচেতন নাগরিকের ব্যানারে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও পৌর শহরের জেলা পরিষদের সামনে থেকে ১টি বিক্ষোভ মিছিল বের হয়ে মন্দিরপাড়া গির্জার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন আদিবাসী সম্প্রদায়ের লোকজন।

স্টিফান তির্কীর স্ত্রী ভের্নিকা খালকো স্বামী হত্যার বিচার চেয়ে  বলেন, আমাদের জাতী ভাই আজকে আমার স্বামীকে হত্যা করবে ভাবতে পারিনি। আমি আমার স্বামীর হত্যাকারি জুলিয়ান টপ্প ও গাবে টপ্পের ফাঁসি চাই। এ হত্যাকন্ডের সাথে জড়িত অন্যদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

স্টিফান তির্কীর ২ মেয়ে রজলীন ও দীপ্তি বলেন, আমার বাবার হত্যাকারি জুলিয়ান টপ্প ও গাবে টপ্পের ফাঁসি চাই। এসময় তারা কান্নায় ভেঙে পড়েন ।

পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির তাদেরকে আশ্বস্ত করে বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনা ঘটার ২ ঘন্টার মধ্যে আমরা হত্যাকারিকে ধরতে সক্ষম হয়েছি। এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার অবশ্যই বিচার হবে, এবং সর্বোচ্চ সাজাই হবে বলে আমি বিশ্বাস করি ।

উল্লেখ্য, ১৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১০ টায় শহরের পরিষদ পাড়ার রবি ড্রাইভারের বাসার সামনে স্টিফান রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্টিফান তিরকির হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ২ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ আগষ্ট রোববার ঠাকুরগাঁও পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জাকোপ খালকোর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আদিবাসী পরিষদের উপদেষ্টা শামসুজ্জোহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল তিগ্গা, সাংগঠনিক সম্পাদক জোসপিনা এক্কা, প্রচার সম্পাদ বেনেদিক কুজুর, আদিবাসী সমাজ কমিটির সভাপতি জোয়াকিম এক্কাসহ অন্যান্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫