নীলফামারী প্রতিনিধি: জন্মের ছয় মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ পান করানো নিশ্চিতকরণে নীলফামারীতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই সভার আয়োজন করে।
সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
রিসোর্স পার্সন হিসেবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকা বিভাগীয় প্রধান ড. মাহবুব আরেফিন রেজানুর ও জয়নাল আবেদীন টিটু মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ বিষয়ক আলোচনা করেন।
সভায় ফার্মেসি কিংবা কনফেকশনারীসহ ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠানে গুঁড়ো দুধের বিজ্ঞাপন প্রদর্শন করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available