• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েপড়ায় সহকারী শিক্ষক বরখাস্ত

২৫ আগস্ট ২০২৩ সকাল ১০:৪২:২৭

রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েপড়ায় সহকারী শিক্ষক বরখাস্ত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুরের দরিকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৩ আগস্ট বুধবার বিকালে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

বরখাস্তের চিঠি ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে হাতে পেয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক শামসুর রহমান জানান, বুধবার বিকেলে বরখাস্তের কথা মৌখিকভাবে জানলেও বৃহস্পতিবার দুপুরে তিনি আদেশের কপি হাতে পান। আদেশের বরাত দিয়ে তিনি বলেন, আদেশে (১১০৩/৭ নম্বর স্মারক) বলা হয়েছে- সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর আলোকে ওই সহকারী শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনির্দিষ্ট সময়ের জন্য সাময়িকভাবে বরখাস্ত করেছেন। পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত ওই শিক্ষক প্রাতিষ্ঠানিক কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

জানা গেছে, ১৪ আগস্ট সন্ধ্যায় সহকারী শিক্ষক মাসুদুর রহমান একটি রাজনৈতিক মিছিলে যুক্ত হয়েছিলেন। ওই শিক্ষকের বাড়ি গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ধারাবারিষা গ্রামে। তিনি মূলত সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বিরোধী মনোনয়ন প্রত্যাশী নেতা আহম্মেদ আলী মোল্লার লোকজনের সঙ্গে ধারাবারিষা বাজার থেকে বের হওয়া একটি মিছিলে যোগদেন। তিনি মিছিলে স্লোগান দেন। সে সময় ১৫ আগস্টের শোক সভা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল।

সহকারী শিক্ষক মাসুদুর রহমান জানান, জাতির পিতার শোক সভা সফল করতে উপজেলার ধারাবারিষার নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মিছিলে তিনি অংশ নিয়েছিলেন। ওই মিছিল রাজনৈতিক ছিল না। ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতা আহম্মেদ আলী মোল্লার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় তাকে রাজনৈতিক সিন্ধান্ত অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি জানান, বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। কারণদর্শানোর নোটিশ পাওয়ার পর ২০ আগস্ট তিনি নোটিশের জবাব প্রদান করার পরও তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটি তার সঙ্গে অবিচার করা হয়েছে বলে তিনি জানান।

গুরুদাসপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খ ম জাহাঙ্গীর আলম জানান, আদেশের কপি তিনি বুধবার বিকালে পেয়েছেন। পরদিন বৃহস্পতিবার কপি সংশ্লিষ্ট বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

নাটোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) গোলাম নবী জানান, সরকারী কর্মচারী হিসেবে কোনোভাবেই রাজনৈতিক কর্মকাণ্ডে জাড়ানোর বিধান নেই। অভিযোগের পর সহকারী শিক্ষক মাসুদুর রহমানকে ১৬ আগস্ট কারণদর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সন্তষ্টজনক উত্তর না আসায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০