ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ১২০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার ২নং পালশা ইউনিয়নের ডুগডুগিহাট সবজি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, ঘোড়াঘাট উপজেলার পুড়ইল গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে রেজাউল করিম রাজু (৫০) ও দেওগ্রাম পশ্চিমপাড়া এলাকার কুমর উদ্দিনের ছেলে আবু সাইদ ওরফে মাজেদ (২৮)।
এ ঘটনায় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার মোদক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পুলিশ গোপন সূত্রে জানতে পারেন ডুগডুগিহাট সবজি বাজারে অবস্থিত রাজু মিয়ার মাছের ফিডের দোকানের সামনে মাদক বেচাকেনা হচ্ছে। খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে ওই ফিডের দোকানের সামনে থেকে পুলিশ ফিডের দোকানদারসহ দু’জনকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, গ্রেফতার ফিড ব্যবসায়ী রাজু মিয়া মাছের খাবার বিক্রির আড়ালে ইয়াবার ব্যবসা করতো এবং মাজেদ তার সহযোগী হিসেবে মাদকসেবীদের কাছে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসতো।
গ্রেফতার আসামীদের শুক্রবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available