• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৩:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৩:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দুমকিতে ধার-দেনায় দিশেহারা যুবকের আত্মহত্যা

২৫ আগস্ট ২০২৩ বিকাল ০৪:০৩:০৩

দুমকিতে ধার-দেনায় দিশেহারা যুবকের আত্মহত্যা

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে সংসারের ব্যয় সামলাতে ব্যর্থ হয়ে মো. মামুন মৃধা (৩৭) নামে ১যুবক গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

২৫ আগস্ট শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মামুন সাতানি গ্রামের আ. করিম মৃধার ছেলে। স্থানীয়রা জানান, নিজের আয় উপার্জন না থাকায় ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন মামুন। সংসারের ব্যয়ভার বহন করতে পারছিলেন না। একাধিক ব্যক্তির কাছে পরিবার পরিচালনার অক্ষমতার কথাও  প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন সংসার পরিচালনায় ব্যর্থ হয়ে হতাশা থেকে এ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নিহতের ভাই লুৎফর  মৃধা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বেড়িয়েছিলেন মামুন। পরে জানতে পারেন গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। 
কারণ জানতে চাইলে বলেন, সংসার চালাতে অনেক ধার-দেনা করেছেন, সে দুশ্চিন্তায় থেকেই এমন কাজ করেছেন।

স্থানীয় ইউপি সদস্য, মো. সোহরাফ হোসেন  জানান,  তাঁদের পারিবারিক কোন সমস্যা ছিলো না। সংসার  পরিচালনায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এমন কাজ করে থাকতে পারেন। সংসার কিভাবে চালাবেন এ হতাশার কথা অনেকের কাছেই প্রকাশ করছেন।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, যতটুকু জানা গেছে তাঁদের পারিবারিক কোন সমস্যা নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০