গাজীপুর জেলা প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমানা আলী টুসি বলেছেন, গত কয়েকদিন আগে আমার পরিবার নিয়ে কিছু গণমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করে সংবাদ প্রকাশিত হয়েছে। পরবর্তীতে এই সংবাদগুলো একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিরূপ মন্তব্য করে। যাতে বলা হয়েছে, আমাদের ভাই-বোনের মধ্যে বিরোধ রয়েছে। আসলে আমাদের পরিবারের মধ্যে কোন বিরোধ নেই।
২৫ আগস্ট শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমপি টুসি বলেন, আমার বাবা প্রয়াত অ্যাডভোকেট রহমত আলী বাংলাদেশে একজন উজ্বল নক্ষত্র ছিলেন। তিনি একাধারে এমপি ও মন্ত্রী ছিলেন। একটি কুচক্রী মহল আমার পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা সব সময় এক মঞ্চে আছি থাকবো। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভাই-বোন এক সঙ্গে কাজ করছি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেলিহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি আকবর হোসেন মৃধা।
উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, গাজীপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available