টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু হয়েছে। ২৫ আগস্ট শুক্রবার সকালে টেকনাফের আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পে ক্যাম্পের ডি /৬ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত নারী ওই ক্যাম্পের মো. নুর কামালের (২৫) স্ত্রী আছিয়া খাতুন (২৩)।
ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা জানান, শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বামী মো. নুর কামাল তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পাশের বসবাসরত রোহিঙ্গারা তাকে উদ্ধার করে স্থানীয় এনজিও সংস্থার হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৫নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নুরুল আমিন জানান, নিহত আছিয়া খাতুনের ঘরে দুই জন শিশু সন্তান রয়েছে এদের মধ্যে একজন ছেলে ও অপরজন মেয়ে। তবে নিহত নারী অন্তঃসত্ত্বা ছিল।
টেকনাফ থানার ওসি মো. জোবাইর সৈয়দ জানান, নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available