গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলায় অবশেষে ‘ধর্ষক’ জাহিদুল খাঁকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-৫।
২৫ আগস্ট শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার আদালতের মাধ্যমে জাহিদুলকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জাহিদুল খাঁ গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি গ্রামের কালু খাঁর ছেলে। ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। এঘটনায় ২৪ আগস্ট এশিয়ান টিভি অনলাইনে ‘চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশু যখন দশ মাসের অন্তঃসত্ত্বা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। তার ২ দিনের মাথায় র্যাবের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঘটনায় প্রায় ১০ মাস অতিবাহিত হলেও পুলিশ ধর্ষককে গ্রেফতার করতে পারেনি- এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপর র্যাব-৫ মামলাটির ছায়া তদন্ত শুরু করে। র্যাবের নিজস্ব গোয়েন্দা নজরদারির ফলে মাত্র ৩ দিনের তদন্তে র্যাব-৫ এবং র্যাব-১০ এর যৌথ অভিযানে ধর্ষককে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার আইনি প্রক্রিয়া শেষে আসামিকে দুপুরে গুরুদাসপুর হস্তান্তর করা হয়েছে।
শিশুটির পরিবার জানিয়েছে, গত বছরের নভেম্বর মাসে শিশুটি ধর্ষণের শিকার হলেও শিশুটির দাদি বাদি হয়ে ১৮ জুন ধর্ষণ মামলা দায়ের করেন। পরদিন ১৯ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৬৪ ধারায় শিশুটির জবানবন্দি গ্রহণ করেন আদালত। চলতি সপ্তাহে অন্তঃসত্ত্বা শিশুটি অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেবে।
মামলার বাদি শিশুটির দাদি জানান, ধর্ষককে গ্রেফতারের খবর র্যাব রাতেই তাদের জানিয়েছে। এখন তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, গ্রেফতার জাহিদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-৫ এর নাটোর সিপিসি- এর কোম্পানি কমান্ডার মেজর আশিকুর রহমান জানান, সংবাদ মাধ্যমের খবর দেখে তারা মামলার ছায়া তদন্ত শুরু করেন। শুক্রবার রাতে যৌথ অভিযানে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available