সিলেট প্রতিনিধি: কানাডায় দুর্বৃত্তদের হামলায় রেস্তোরাঁ ব্যবসায়ী শরীফ রহমান নামে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। ২৪ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবক সিলেটের বটেশ্বর এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী শায়েলা ও ৭বছরের কন্যা সন্তানসহ সেদেশে বসবাস করে আসছিলেন।
নিহত শরীফ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে লন্ডনের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল সম্পন্ন করেন তিনি।
এরপর কানাডায় পাড়ি দিয়ে ২০১৫ সালে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন শরীফ রহমান। টরন্টো থেকে ১৯০ কিলোমিটার দূরে ওয়েন সাউন্ডে ডাউন টাউনের প্রাণকেন্দ্রে ‘দ্যা কারি হাউজ’ নামে একটি রেস্তোরাঁ গড়ে তোলেন শরীফ।
জানা যায়, গত ১৭ আগস্ট ৩জন ব্যক্তি তার রেস্তোরাঁয় খেতে আসেন। এসময় তারা শরীফের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় অন্টারিওর লন্ডন হাসপাতালে নেয়া হলে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সন্দেহভাজন ২জনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। শরিফের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available