নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সাথে পুলিশভ্যানের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২জন। ২৭ আগস্ট রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা। দুর্ঘটনায় আহত হয়েছেন- উপ-পরিদর্শক (এসআই) সুজন শর্মা ও গাড়িচালক কনস্টেবল সমর চন্দ্র সূত্রধর। হতাহতরা সবাই সীতাকুণ্ড থানায় কর্মরত।
সোনার বাংলার ট্রেনের সঙ্গে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলো। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, গুরুতর আহতাবস্থায় ৩জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available