• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১১:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১১:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

১১ বছর পর চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস

২৭ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৪৭:২৫

১১ বছর পর চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: দীর্ঘ ১১ বছর পর, গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে  চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন। আগামী ২৯ শে আগস্ট বোনার পাড়ায়  রামসাগর এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করবেন, রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু হলে, এ অঞ্চলের মানুষ যাতায়াত ব্যবসা-বাণিজ্যসহ নানাভাবে উপকৃত হবেন। ট্রেনটি  চালুর খবরে এই রুটের যাত্রীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে দিনাজপুর সরাসরি যাওয়ার একমাত্র ভরসা ছিলো এই রামসাগর এক্সপ্রেস।

জানা যায়, ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। কিছুদিন চলার পর ২০১১ সালের জুলাই মাসে এটি বন্ধ করে দেয়া হয়। সে সময় গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো। ট্রেনটি গাইবান্ধা থেকে মাত্র সাড়ে চার ঘণ্টায় দিনাজপুর পৌঁছাতো। দিনাজপুরগামী এই ট্রেনটি দিনাজপুর থেকে বেলা ২.৫০ মিনিটে বোনারপাড়া জংশন স্টেশনের উদ্দেশে ছেড়ে এসে পুনরায় সকাল ৬.৩০ মিনিটে বোনারপাড়া থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতো। কম ভাড়া এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কারণে ট্রেনটি গাইবান্ধার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠে। কিন্তু দীর্ঘদিন ট্রেনটি বন্ধ থাকায় মানুষের জন্য চরম ভোগান্তির সৃষ্টি করে।

ট্রেনটি চালু হয়ে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সহজ হবে।

সাঘাটা ও ফুলছড়ি  মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন পুনরায় এটি চালু করার ব্যবস্থা করছেন।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান ট্রেন চালুর বিষয়ে বলেন- আমরা এমপি মহোদয়ের ফেসবুক থেকে জেনেছি। গাইবান্ধা-৫ (সাঘাটা -ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন তার ভেরিফাইড ফেসবুক প্রফাইল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫